বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বিএনপি নেতার ইয়াবা কারবারের ভিডিও ভাইরাল
পটুয়াখালীর বাউফলে মো. জুলফু মৃধা নামে এক বিএনপি নেতার ইয়াবা ব্যবসার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি উপজেলার দাশপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কোনো অফিস রুমে বসেছেন বিএনপি নেতা জুলফু মৃধা। তার পাশেই বসা আলকাস সরদার নামে আরেক ব্যক্তি। এ সময় গোপনে ভিডিও ধারণকারী অজ্ঞাত ব্যক্তি তার কাছে ইয়াবা ট্যাবলেট চায়। তখন তিনি ( জুলফু) টেবিলের নিচ থেকে ৫ প্যাকেট ইয়াবা ট্যাবলেট বের করে টেবিলের ওপর রাখেন। তখন ইয়াবার প্যাকেট গ্রহণকারী ওই অজ্ঞাত ব্যক্তি বিএনপি নেতা জুলফুকে উদ্দেশ্য বলেন, ‘মামা এত দিন আপনাদের পিছনে আমরা ঘুরছি, এহন আপনার দুজন আমাগো তিনজনের পিছনে ঘুরবেন। হেই কাম কইরা গেছি। জীবনে কারো ভড়া মাইরা খাই নাই। কলিজায় দাগ লাইগা গেছে। গরিব মানুষেরে ঠকাইয়া খাওয়ার চিন্তা ভাবনা কেউ কইরেন না। মানুষের পারলে উপকার কইরেন।’
এদিকে বিএনপি নেতার এমন ইয়াবা কারবারের ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি নেতাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। তার এমন কাণ্ডে বিব্রত হয়েছেন বিএনপির সিনিয়র নেতারাও। তাকে দল থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন অনেকে।
"