প্রতিদিনের সংবাদ ডেস্ক
দশম গ্রেডের দাবিতে রাস্তায় শিক্ষকরা
শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার লিখিত স্মারকলিপি প্রদান কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের প্রতিনিধি দল। প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ‘কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট’ কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার থেকে তারা পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন ‘বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। এতে নেতারা বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তারা বলেন, অন্য সব ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাসকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করতে হবে।
মিরসরাই (চট্টগ্রাম) : শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে মানববন্ধন কর্মসূচি করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাঈন উদ্দিনের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন চৌদ্দগ্রামে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকদের এক দফা ন্যায্য দাবি দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন যুুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, বাতিসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খায়রুল ইসলাম, নানকরা সকরারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমির হোসেন, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলাম, চন্দন চন্দ্র সাহা, বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন মাহফুজ, ধনুসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রায়হান মজুমদার, চাঁন্দ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ নেওয়াজ খন্দকার প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী শিক্ষকরা বলেন, নোবেল বিজয়ীর দেশে শিক্ষকরা বেতন বৈষম্যসহ নানান অবহেলায় জর্জরিত। বেতন বৈষম্য এবং বর্তমান দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতির ফলে শিক্ষকদের সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার প্রধান বেতনের সাম্যতা ফিরিয়ে আনতে এবং শিক্ষকদের মর্যাদা প্রদানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ন্যায্য এক দফা দাবি দশম গ্রেড বাস্তবায়নে সদয় হবেন।
"