জাবি প্রতিনিধি
জাবিতে গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে গবেষণা প্রকল্প বণ্টন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ২০২৪-২৫ অর্থবছরে গবেষণার প্রতি প্রকল্পে ৩৯ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে প্রকল্পে প্রতি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৬ হাজার টাকা।
সভায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষকদের গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং আরো উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া বর্তমান প্রশাসনের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি অপরিহার্য।
উপাচার্য আরো বলেন, গবেষণায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক বরাদ্দ বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি স্কোপাস ইনডেক্স জার্নাল, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনা, পিয়ার রিভিউ জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আর্থিক প্রণোদনা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
"