বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে শিশুসহ ভারতীয় নারী আটক
যশোরের বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার রাতে তাদের আটক করা হয়।
আটক ভারতীয় নারী হলেন- ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলার চিচপাড়া এলাকার ল্যাক্সম্যান গ্যাভান্ডের স্ত্রী কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫) ও তার কন্যা গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)।
বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ঘিবা বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় একটি ইজিবাইক হতে এক নারী ও এক শিশু যাত্রীকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে স্বীকার করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ১৭ জুলাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তী সময়ে গত রবিবার বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে পুনরায় অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করার সময় বিজিবির হাতে আটক হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা ভারতীয় নারী ও শিশুর বিরুদ্ধে মামলার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
"