ইবি প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৪

ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট ড. কাদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদের। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমের পদত্যাগ করায় তদস্থলে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদেরকে পরবর্তী এক বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে একযোগে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক সালের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দেন। তন্মধ্যে ইবির শেখ রাসেল হলের প্রভোস্টও ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close