প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ অক্টোবর, ২০২৪

পল্লী বিদ্যুৎ সমিতি

বৈষম্য দূরের দাবিতে দাঁড়ালেন বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সব চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিকরণের দাবিসহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে দুই দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে একটি স্মারকলিপি দেন। এতে পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ও আসাদুজ্জামান জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। দ্রুত স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানান তারা।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিকরণের দাবিসহ বিভিন্ন দাবিতে সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমতির ডিজিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ডিজিএম (কারিগরি) আবু সাইম, এজিএম আব্দুল হাকিম, এজিএম মো. সালাহউদ্দিন, বিলিং সহকারী রিয়া পাল, বিলিং সহকারী সাধন আহমেদ প্রমূখ।

এ সময় বক্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিকরণের দাবি জানান। এমতাবস্থায় ১ অক্টোবর থেকে বাপবিবোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি সব ধরনের যোগাযোগ, তথ্য সরবরাহ থেকে বিরত থাকার জন্য পর বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ঝিনাইদহ : দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব মো. জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। সে সময় বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সব বৈষম্য অবসান করার দাবি জানান। সেই সঙ্গে সব চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবিও জানান।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনকারী কর্মকর্তা ও কর্মচারী।

পরে আন্দোলনকারী নেতারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাতের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় মানববন্ধন কর্মসূচি আন্দোলনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. এনামুল হক, এজিএম মাহমুদুল হাসান মুন্না (অর্থ), এজিএম মো. হান্নান মিয়া (প্রশাসন), এজিএম প্রকৌশলী মো. জাকির হোসেন (সদর জোন), এজিএম ইমরুল পলাশ (এমএস), প্রকৌশলী অভিজিৎ নাগ, প্রকৌশলী মো. হাসানুউজ্জমান, প্রকৌশলী অনিমেস চন্দ্র সরকার, লাইনম্যান গ্রেড-১ মো. আতিকুল ইসলাম, মো. জামাল হোসেন, আসাদ্দুজ্জামান প্রমুখ।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতকরণ, বৈষম্য, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে প্রায় চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসক মো. ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তর জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, এজিএম (অ্যাডমিন), রফিকুল ইসলাম, ডিজিএম (কারিগরি) মো. ফয়জুল্লাহ, গোলাম কাউসার তালুকদার, দেলোয়ার হোসেন, নবীগঞ্জ ডিজিএম মো. পারভেজ ভূঁইয়া, নোয়াপাড়া ডিজিএম মো. জোনায়দুর রহমান, চুনারুঘাট ডিজিএম মো. আবদুল্লাহ আলম মাসুদ, বানিয়াচং ডিজিএম মো. আসাদুজ্জামান অনুজ, দেলোয়ার হোসেনসহ চার শতাধিক পল্লী বিদ্যুৎ সমিতির সুপারভাইজার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : নিম্নমানের সামগ্রী ক্রয়, কৃত্রিম জনবল সৃষ্টিসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধন চলাকালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) নিম্নমানের সামগ্রী ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট সৃষ্টি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হয়রানি করছে। জনমনে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টিতে সহায়তা করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এতে বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো. সালেহ, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম (কারিগরি) বেলাল হোসেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম (বেলকুচি জোনাল অফিস) সাইদুর রহমান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম সাজেদুর রহমান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম (কারিগরি) রেজাউল করীম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম নিরাপদ দাস, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম কৌশিক দেকনাথ, কাজী মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ। কর্মসূচিতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close