বেনাপোল প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বেনাপোলে ৫ প্রতারক গ্রেপ্তার

যশোরের বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে পাসপোর্টধারীদের সঙ্গে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে প্রত্যেকের পকেট থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এরা সবাই হেরোইন, ফেনসিডিল ও অন্যান্য মাদকসাক্ত এবং বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ জানায়। গতকাল রবিবার সকালে ভারতগামী পাসপোর্টধারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরী সুপার মার্কেটের গোপন ঘর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তাররা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল, একই গ্রামের ইশার উদ্দিনের ছেলে মিরাজ হোসেন, বড় আচড়া গ্রামের গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম হোসেন ওরফে বরিশাল শামিম, ঘিবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি ও দিঘীরপাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতারনার অভিযোগে চেকপোস্ট সীমান্তে গোপন আস্তানাগুলো বন্ধ করা হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close