reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

‘শহীদ আহ্‌নাফ মেমোরিয়াল’ উদ্বোধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের মেধাবী ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহ্‌নাফ স্মরণে নির্মিত ‘শহীদ আহ্নাফ মেমোরিয়াল”-এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল রবিবার শাহীন কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহ্‌নাফের পিতা-মাতা, ছোট ভাই এবং শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আহ্নাফ। বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষ শহীদ আহ্নাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপনসহ আহ্‌নাফের মৃত্যু দিবসকে “আহ্নাফ দিবস” হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেন। এছাড়াও আহ্নাফের ছোট ভাইকে বিএএফ শাহীন কলেজ ঢাকায় বিনা বেতনে পড়াশুনার সব দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় তার ছোট ভাইকে এরই মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে এবং গতকাল শহীদ আহ্‌নাফ মেমোরিয়াল উদ্বোধন-এর মাধ্যমে কলেজ পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত বাস্তবে রূপ পেল।

শহিদ আহ্‌নাফ আহম্মেদ একজন অকুতোভয় বীর। ছাত্র আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যদের ন্যায় নেমে আসে রাজপথে এবং করে সর্বোচ্চ আত্মত্যাগ। ভবিষ্যতে তার এই আত্মত্যাগ সব শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close