মাভাবিপ্রবি প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মাভাবিপ্রবি শিক্ষার্থী পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. ফজলুল করিম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান ও পরামর্শদানকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ই›িজনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় যে, অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে আগামী ৩ বছরের জন্যে শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষার্থী কল্যান ও পরামর্শদানকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে অধ্যাপক ড. মো: ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের একাডেমিক ও ব্যক্তিগত অগ্রগতিতে সহায়তা করা আমার প্রধান লক্ষ্য, এবং আমি শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে তাদের মঙ্গলের জন্য কাজ করতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close