প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘কর্তৃপক্ষের সব দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’। প্রতিনিধিদের পাঠানো খবর-

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সাদিক আহমদ, এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

মেহেরপুর : মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর আব্দুল আলিম, মেহেরপুর এন জি ও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক দিলরুবা খাতুন, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে মানসিকতা পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। আর জবাবদিহিতা বাড়লে অপরাধ প্রবনতা কমবে। দেশের উন্নয়নের স্বার্থে মানুষকে চিন্তা-চেতনা ও কথা বলার অধিকার দিতে হবে। আমাদের দেশে অবাধ তথ্য প্রবাহের বিষয়টি নিশ্চিত আছে।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. তানভীর হাসান রুমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট : জয়পুরহাটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দন জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল¬া সুমন, ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, সাধারন সম্পাদক মাসুদ রানা, রেড ক্রিসেন্টের প্রতিনিধি মিনহাজুল ইসলাম মানিক ও কারেক্টরেট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত ফারিয়া। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close