reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

শব্দদূষণ নিয়ন্ত্রণ

বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক ও কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত শুক্রবার পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আয়োজনে দিনব্যাপী ToT প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ToT প্রশিক্ষণে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের ১২০জন প্রশিক্ষক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের ধর্মেও স্বর নিচু করার কথা বলা আছে, অর্থাৎ উচ্চ শব্দ করতে বারণ করা হয়েছে।’ ইমামণ্ডখতিবদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘আপনারা যেহেতেু সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং মানুষ যেহেতু আপনাদের কথা শুনে কাজেই আপনাদের বয়ানে আপনারা শব্দদূষণের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরবেন।’

প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবদুল হামিদ।

সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, ‘আপনারা জুমার নামাজের সময় কিংবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শব্দদূষণের বিষয়ে মানুষকে সচেতন করবেন তবেই আজকের আয়োজন স্বার্থক হবে।’

বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের প্রশিক্ষক এবং কর্মকর্তাদের ToT প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্বের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে তারা যেন তাদের প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করেন যা সারা দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ToT প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close