প্রতিদিনের সংবাদ ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়
সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উত্তীর্ণের দাবি
সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের দাবি * দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সবচে বেশি * দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উত্তীর্ণের দাবিতে গতকাল শনিবার দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন শিক্ষকরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে এক দফা দাবিতে ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ১৫৭টি বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং ১০ম গ্রেড বাস্তবায়নে দাবি জানাই।
মানববন্ধনে সহকারী শিক্ষকদের দাবির সঙ্গে সহমত ও একাত্মতা জানিয়ে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির হাজীগঞ্জ উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল বাসার জুয়েল। এ সময় প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আহসান হাবিব মজুমদার, রোকেয়া সুলতানা, বিল্লাল হোসেন, শিরিনা শামীম, তুহিন হায়দার, কামরুন্নাহার, মোহাম্মদ আবু ছাদেক, সরওয়ার আলম ও অলক দত্ত প্রমুখ।
প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় মানববন্ধনে সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মাসুদ হোসেন, সাইফুল ইসলাম, দোলন চাঁপা লোধ, এমরান হোসেন সুমন, ইসমাঈল হোসেন, মাহবুব আলম, তাজুল ইসলাম, মনজিল হোসেন, গোলাম হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহস্রাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, মো. ইমরান হোসেন, রকিবুলর ইসলাম, নীলিমা সুলতানা, শওকত হোসেন, নাজমুল ইসলাম, সেলিনা আক্তার ও সুমাইয়া খানম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন নিয়ে পরিবার-পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। তাই আমাদের ১০ম গ্রেড প্রদান করার জোর দাবি জানাই বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিকট। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা প্রেস ক্লাবর সামনে গতকাল চুয়াডাঙ্গা সদর উপজলা প্রাথমিক বিদ্যালয়ের ব্যানার আয়াজিত মানববন্ধন করেন শিক্ষকরা। মানববন্ধন শিক্ষকরা বলন, একজন অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম। অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদ নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান। আমাদর বেতন গ্রেড ১৩তম। এতে সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় একই দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হব বলও জানান শিক্ষকরা।
বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ঢাকামোড় মিজান শপিংমলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ডেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামে সভাপতিত্বে উপস্থিত বক্তব্য দেন, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষাক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, রেল-কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ উপস্থিত শিক্ষকরা।
পটুয়াখালী : পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ১ দফা দাবিতে সমাবেশ, মানববন্ধন এবং স্মারক লিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ‘১০ম গ্রেড শুধুই আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে এক দফা দাবিতে পটুয়াখালী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিভিন্নরকম প্লাকার্ড ও ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে প্রায় ২ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসক এর নিকট স্মারক লিপি পেশ করেন।
"