নিজস্ব প্রতিবেদক

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সিনিয়র সচিবের সড়ক পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর-সরাইল- ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ভারতে চলে যাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। ফলে প্রকল্পের প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ছে। পরিদর্শন শেষে ওই রাস্তা মেরামত এবং ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকবলের নিরাপত্তার বিষয়ে সড়ক সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় জনগণ পুনরায় কাজ শুরু হলে ভারতীয় লোকবলের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে সচিবকে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close