প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্ব পর্যটন দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল পর্যটন শান্তির সোপান। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট : সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরের কোর্ট পয়েন্ট শহীদ সাংবাদিক এ টি এম তোরাব চত্তর প্রদক্ষিণ করে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শের

মাহবুব মুরাদ।

বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিওজনের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক দেওয়ান রুসো চৌধুরী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

বান্দরবান : বান্দরবানে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন, পর্যটন মোটেল বান্দরবানের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল আলম, সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী, পার্বত্য জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, পর্যটন মোটেল এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েবসহ জেলার পর্যটন ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া (পটুয়াখালী) : সাগরকন্যা কুয়াকাটায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় র‌্যালিতে অংশগ্রহণকারীরা। পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। আরো আলোচনায় অংশগ্রহণ করেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ীরা। আলোচনা সভা শেষে পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্যভিত্তিক কুয়াকাটা জিওভি.বিডি নামে একটি সরকারি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close