reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কোস্টগার্ডের অভিযান

পতেঙ্গা অস্ত্রসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাত আটক

পতেঙ্গার চরপাড়ায় কোস্টগার্ডের অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ছয়জন ডাকাত আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি ডাকাতদল সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার বাংলাদেশ কোস্টগার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতি করার উদ্দেশ্যে চরপাড়া ঘাট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করা হয়। পরবর্তী সময়ে আটক ডাকাতদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পুনরায় অভিযান পরিচালনা করে পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে ২টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদিন ধরে বহিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটগুলোয় ডাকাতিতে জড়িত ছিল। ডাকাত সদস্যরা হলো তৌহিদুল ইসলাম আকাশ, মো. মনিরউদ্দিন, মো. রুবেল, মো. ফারুক, মো. সোহেল, মো. জাহিদ। আটক ডাকাতসহ জব্দ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close