reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ডিজিটাল প্ল্যাটফরমে প্রভাতী ইনস্যুরেন্সের বার্ষিক সভা

প্রভাতী ইনস্যুরেন্সের পরিচালক পরিষদের চেয়ারম্যান মো. মমিন আলীর সভাপতিত্বে ২৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফরমে গত বুধবার অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ২০২৩ সালের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, প্রফেসর ডক্টর মো. সাইয়েদুজ্জামান, হাবিবুর রহমান মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেন ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামসহ শেয়ার হোল্ডাররা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close