ধামরাই (ঢাকা) প্রতিনিধি
৩৯ দিন পর ধামরাইয়ে নতুন ওসির যোগদান
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আত্মগোপনে চলে যায় ধামরাই থানার ওসিসহ সব পুলিশ। এরপর থেকে থানার সেবার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু থানায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো লোকজন না থাকায় থানা থেকে সব ধরনের সেবা বন্ধ ছিল। এরপর ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশে সেনাবাহিনীর সহযোগিতায় ১৩ আগস্ট থেকে ধীরে ধীরে থানায় যোগ দিতে থাকে পুলিশ। পুলিশ থানায় যোগদান করলেও আগের ওসি না থাকায় স্থবির হয়ে পরে থানার সব কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের অভিযোগ, হারানো জিডি, জমিসংক্রান্ত জিডি ও মামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ। এতে থানা চত্বরে দেখা যায় মানুষের ভিড়। শঙ্কা কাটিয়ে পুরোদমে চালু করেছে পুলিশের কার্যক্রম।
এ সময় কথা হয় অভিযোগ নিয়ে আসা মো. কদ্দুছ আলী নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি প্রতিদিনির সংবাদের প্রতিনিধিকে বলেন, আমার মার্কেটের চুক্তির বিষয় নিয়ে একটি অভিযোগ দিয়েছি, ওসি স্যার আমাকে বলেছে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে থানার সামনে মুদি দোকানদার মো. জনি আহম্মেদ বলেন, এতদিন তো থানায় কোনো লোকজন ছিল না। ওসি স্যার যোগদানের পর এখন থানার কার্যক্রম চালু হওয়ায় থানায় মানুষ বাড়তে শুরু করেছে।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের থানায় চেয়ার, টেবিল, কম্পিউটার পর্যাপ্ত না থাকায় কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তবে আগের চেয়ে থানার পরিবেশ এখন ভালো। ধীরে ধীরে সেবা নিতে আসা লোকজনের আনাগোনা বাড়ছে। আমরাও মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।
"