মাভাবিপ্রবি প্রতিনিধি
‘এমবিএসটিইউ ক্লিন’
মাভাবিপ্রবির নেতৃত্বে রোহান-শাহজালাল
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বদা পরিচ্ছন্ন ও সবুজায়ন রাখতে ‘এমবিএসটিইউ ক্লিন ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। কমিটিতে প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী আরাফাত তরফদার রোহান এবং প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিপিএস বিভাগের শিক্ষার্থী এমডি শাহজালাল।
কমিটিতে সহসভাপতি পদে ইশতিয়াক আহমেদ, আরিফুল ইসলাম ও ওয়ালীউল্লাহ্ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাকিব হোসেন সিহান, মোহাম্মদ বিন শফিক, শাহরিয়ার জামান ও সাগর সরকার, কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন, উপ অর্থ সম্পাদক পদে ফাহিম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. সজীব, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে মনঈম আহমেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে মো. আশফুল ইসলাম ও মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে মো. নাহিদ রিয়াজ, উপ-দপ্তর সম্পাদক পদে মাইমুনা বিনতে রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাজমুল হাসান ভূঁইয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সহদেব তাম্বুলী, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক পদে মোহাম্মদ মাসুম, উপ-ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক পদে শাহরিয়ার শিহাব, কাজী হিমেল ও নাঈমুর রহমান, আইন ও তথ্য সম্পাদক পদে মো. মোস্তাকিম, উপ-আইন ও তথ্য সম্পাদক পদে মো. সাব্বির হোসেন, সামাজিক সেবা সম্পাদক পদে মাহমুদুল ইসলাম মাহিম, উপ-সামাজিক সেবা সম্পাদক পদে হৃদয় হোসেন, পরিবেশ পরিকল্পনা সম্পাদক মহিউদ্দিন হাবিব, উপপরিবেশ পরিকল্পনা সম্পাদক পদে মো. রবিন আহম্মেদ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে গোলাম সারোয়ার, উপ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক খন্দকার রিফাত আহমেদ নির্বাচিত হয়েছেন।
"