নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

কোস্টগার্ডের অভিযান

কুতুবদিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

কুতুবদিয়ায় দুটি পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ৪ রাউন্ড গোলাসহ বিপুল দেশীয় অস্ত্র এবং একজন ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল বুধবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭টি চাকু, ৬টি চাপাতি, ২১টি মেমরি কার্ড, ৩টি সীমকার্ড, ৩টি মোবাইল ও ৪টি কম্পাসসহ সক্রিয় ডাকাত সদস্য মো. শাহরিয়ারকে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়। আটক ডাকাতসহ জব্দ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close