reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মুহ. রাশেদুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন শেকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুল লতিফ উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। ভবিষ্যতে আরো বড় পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস পালনের ঘোষণা দেন ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ১৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন প্রকাশিত হয়। ২০০১ সালে শেকৃবি একটি অনুষদ দিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে চারটি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি রয়েছে। বিশ্ববিদ্যলয়ের ৩০টি বিভাগে স্নাতকোত্তর ও ১০টি বিভাগে এখন পিএইচডি কোর্স চলমান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close