মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

মাধবদী পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নরসিংদীর মাধবদীতে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। গত শনিবার রাতে মাধবদী বাজারের আনন্দী ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাধবদীর আনন্দী চৌরাস্তা মোড়ের দিকে সন্দেহজনক এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওসি তদন্ত আজিজুল হক হাওলাদার, এসআই আবদুল্লাহ আল মাসুদ, মো. মোহররম আলী ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে কাউকে না পেয়ে আশপাশের এলাকা তল্লাশি চালালে আনন্দী ব্রিজের রাস্তার পাশে ল্যামপোস্টের নিচে একটি ব্যাগ দেখতে পাওয়া যায়। ব্যাগ খোলার পর একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close