চট্টগ্রাম ব্যুরো

  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষমা পাওয়া ১২ প্রবাসী ফিরেছেন চট্টগ্রামে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের কারণে শাস্তির পর ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। গত শনিবার রাতে পৃথক দুটি ফ্লাইটে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তির পর ক্ষমা পাওয়াদের ১২ জন বাংলাদেশি এয়ার আরাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর মধ্যে শারজাহ হতে আসা ফ্লাইটে ১ জন এবং আবুধাবির ফ্লাইটে ১১ জন বিমানবন্দরে অবতরণ করেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close