reporterঅনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

ডেঙ্গু কেড়ে নিল ১৮ বছরের কিশোরকে

জগতের সবচেয়ে ভারী বাহন নাকি পিতার কাঁদে সন্তানের লাশ। টগবগে সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হয়েছে এবং মৃত শরীর পরম আদরে সাড়ে তিন হাত কবরে রেখেছিলেন। এ ব্যথা কত ভয়ানক শুধু একজন পিতায় বুঝেন। গত শুকবার রাতে ঢাকায় ধানমন্ডি কিডনি হাসপাতালে লাইফ সাপোর্ট চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাজমুল হক (মারুফ)। নাজমুল হক মারুফ নোয়াখালী কবিরাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়ন লামছি প্রসাদ গ্রামের বজলুল রহমানের নতুন বাড়ির মো. নুরুল হক নিজামের তিন সন্তানের মধ্যে বড় সন্তান। মাত্র ১৮ বছর বয়সে মারুফ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রতিবেশীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। নাজমুল তেজগাঁও কলেজের ২২-২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী হতবাক এবং নির্বাক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close