গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১
গাজীপুরে গার্মেন্টশিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে মো. মনিরুজ্জামান মনির (৪৬) নামে এক সিকিউরিটি ইনচার্জকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত বৃহস্পতিবার মধ্য রাতে মহানগরীর কোনাবাড়ী বিসিকের ১ নং গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার দুপুরে তাকে গার্মেন্ট কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মনির কোনাবাড়ী বিসিকের সিকিউরিটি ইনচার্জ এবং কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকার মৃত হযরত আলীর ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. শাহ আলম জানান, পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী থানায় সোপর্দ করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
"