লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

ইউএনও জহুরুলকে লোহাগড়ায় বহাল রাখতে মানববন্ধন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামকে নড়াইলের লোহাগড়া উপজেলায় বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। ইউএনওকে বদলি করা হচ্ছে এমন খবরে গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল লোহাগড়া উপজেলা ইউনিটের আয়োজনে অফিসের সামনের সড়কে এ মানববন্ধন হয়।

জানা গেছে, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী ইউএনওকে লোহাগড়াতে বহাল রাখতে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মো. জহুরুল ইসলাম চলতি বছর ২ এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ, সহকারী কমান্ডার (দপ্তর-সাবেক) বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা এস এ মাসুম হিসাম, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান প্রমুখ। মানববন্ধনে একাত্ততা প্রকাশ করেন বিশিষ্ট সমাজসেবক কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব.) কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র ও নির্বাচিত জয়িতা রাজিয়া সুলতানা বিউটি প্রমুখ।

বক্তারা বলেন, এলাকার উন্নয়নসহ আইনশৃঙ্খলা রক্ষায় সকলের মতামত নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার অসাধারণ গুণ রয়েছে মো. জহুরুল ইসলামের মাঝে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতেইউএনও ছুঁটে গিয়েছেন হাসপাতালে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close