গাজীপুর প্রতিনিধি
বারির উচ্চফলনশীল জাতসহ ১৩৪৪ প্রযুক্তির উদ্ভাবন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল, রোগ প্রতিরোধসক্ষম, প্রতিকূল পরিবেশে চাষ উপযোগী জাত এবং উৎপাদন প্রযুক্তিসহ ১ হাজার ৩৪৪টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ফসলের ৬৭৩টি উচ্চফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষ উপযোগী জাত এবং ৬৭১টি অন্যান্য উৎপাদন প্রযুক্তি। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
গত শনিবার বারির ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৪’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বারির মহাপরিচালক ড. মো. আবদুল্লাহ ইউছুফ আখন্দের সভাপতিত্বে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধন সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
অনুষ্ঠানে বারির গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিচালক ড. মো. আবদুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ) আফসারী খানম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী।
প্রধান অতিথি বলেন, সময়ের প্রয়োজনকে সামনে রেখে বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রতিকূল আবহাওয়া উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
বারির প্রটোকল অফিসার ও সম্পাদক মো. হাসান হাফিজুর রহমান জানান, ২০২৩-২৪ সালে যেসব গবেষণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৪-২৫ সনে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই-বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালার কারিগরি অধিবেশনগুলো আজ রবিবার থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
"