সিলেট প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

শাহপরাণ (রহ.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা

সিলেটের হজরত শাহপরাণ (রহ.) মাজারে গান-বাজনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ একটি ভিডিও বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়দের নিয়ে একটি জরুরি বৈঠকও করা হয় এই বিষয়ে।

গতকাল শনিবার সকালে শাহপরাণ (রহ.) মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ গান-বাজনা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

হযরত শাহপরাণ (রহ.) মাজারে প্রতি বছর ওরশকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হচ্ছিল। এমনকি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে ভক্তরা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এসে সেখানে গান-বাজনা করে আসছিলেন। যেটি বন্ধে দীর্ঘদিন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন সিলেটের মানুষ। অবশেষে সেটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত শুক্রবার গান-বাজনাসহ সব অসামাজিক কর্মকাণ্ড বন্ধের প্রতিবাদে মাজার গেটে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের কয়েক ঘণ্টা পরেই গান বাজনা নিষেধ করা হয়েছে।

শাহপরাণ (রহ.) মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ বলেন, মাজারে ওরশ উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাউকে বাদ্যযন্ত্র নিয়ে না আসার আহ্বান জানাচ্ছি। প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় মাদকের কারবার হয়। যা আমরা কোনোভাবেই সমর্থন করি না। এসবের তীব্র নিন্দা জানাই। কেউ যদি আবারও মাজারে গান-বাজনা করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close