রাবি প্রতিনিধি
রাবির ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এদিন দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
ড. আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ সালে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর সহকারী অধ্যাপক এবং ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।
তিনি দেশি-বিদেশি নামকরা নানা জার্নালে এবং বইয়ের অধ্যায়ে বেশ কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং লোক-সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য এবং দর্শনের ওপর বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন একাডেমিকের পাশাপাশি গবেষণাভিত্তিক গবেষণাপত্রও উপস্থাপন করেছেন। তিনি স্থানীয় ইতিহাস, আদিবাসী, সমাজ, সংস্কৃতি এবং দর্শনের ভিত্তিতে একজন কবি, ছোটগল্প এবং কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত।
"