reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গত বুধবার ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন পর্ষদের সতন্ত্র পরিচালক মো. আজিজুর রহমান, মো. আবদুল কুদ্দুছ, মো. সাইফুল আলম, পিএইচডি, এফসিএমএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. রাগিব আহসান, এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানী সচিব অলি কামাল।

সূচনা বক্তব্যে চেয়ারম্যান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০ লক্ষাধিক গ্রাহকের আস্থা ও ভালোবাসার ব্যাংক। তার নেতৃত্বাধীন পর্ষদ গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। গ্রাহকদের স্বার্থ রক্ষাই তাদের মূল উদ্দেশ্য এবং এ ব্যাপারে তারা বদ্ধপরিকর। তিনি বলেন, তারা কোনোরূপ কালক্ষেপণ না করে গ্রাহকদের স্বার্থ রক্ষায় খুব দ্রুতই কার্যক্রম শুরু করবেন। তাদের নেতৃত্বে ব্যাংকটি অচিরেই ঘুরে দাঁড়াবে এবং একটি শক্তিশালী আদর্শ ইসলামী ব্যাংকে উন্নীত হবে বলে বিশ্বাস করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে দেশের শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম মডেল ব্যাংক হিসেবে দাঁড় করানোই তাদের অন্যতম লক্ষ্য। এখানে প্রতিটি গ্রাহকের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং অচিরেই এই তারল্য সংকট কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ ও সহযোগিতা করার আহ্বান জানান। এ ছাড়া তিনি ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়ে সর্বোচ্চ গুরুত্বারোপ, নতুন বিনিয়োগে যথাযথ বিধি-বিধান পরিপালন এবং স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিতকল্পে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close