বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা দিচ্ছে বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বন্যাদুর্গত জেলাগুলোর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার; ৬৩ হাজার ৭১৪টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ২৩ হাজার ৩১১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
গত ২১ আগস্ট থেকে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ৯ হাজার ৭২৮টি, পরশুরামে ৫ হাজার ৮১২টি, ছাগলনাইয়ায় ৪ হাজার ৯৫১টি, ফুলগাজিতে ৬ হাজার ৩৬টি, সোনাগাজীতে ৪ হাজার ২৭৯টি এবং দাগনভূঁইয়ায় ৭ হাজার ৭৮৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদরে ৭ হাজার ১০৯টি, বুড়িচংয়ে ২ হাজার ৬৪টি, লাঙ্গলকোটে ১ হাজার ১৪৮টি এবং ব্রাহ্মণপাড়ায় ১ হাজার ৯২৫টি; নোয়াখালী সদরে ৪৮০টি, বেগমগঞ্জে ১ হাজার ২১৫টি এবং সোনাইমুড়ীতে ২০০টি; লক্ষ্মীপুর জেলার কমলনগরে ১৫০টি; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০০টি; মৌলভীবাজারের কমলগঞ্জে ১ হাজার ৯০০টি; খাগড়াছড়ির গুইমারা ৩৩টি, মাটিরাঙ্গায় ৪৬৭টি, পানছড়িতে ৪১০টি, দীঘিনালায় ২৪০টি এবং রামগড়ে ১ হাজার ৫৫০টি; রাঙামাটির বাঘাইছড়িতে ৬৪০টি, বরকলে ১৩৫টি, লংগদুতে ১০০টি এবং কাপ্তাইয়ে ৫৫২টি; বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৫০টি, চট্টগ্রামে ২০০টি, খুলনার পাইকগাছায় ৫০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিজিবি হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজ ও যশপুরে, নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজে ৩ হাজার ৪৫৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া বন্যায় বিপর্যস্ত ফেনী কারাগারের স্টাফ ও ৪০০ জন কারাবন্দিসহ মোট ২ হাজার ২০০ জনকে রান্না করা খাবার, বিভিন্ন ধরনের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনী সদর উপজেলায় ৬ হাজার ৬৪৭ জন, পরশুরামে ৩ হাজার ২৬২ জন, ছাগলনাইয়ায় ২ হাজার ৮২৮ জন, ফুলগাজীতে ৬৬০ জন, দাগনভূঁইয়ায় ৫৮০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদরে ১ হাজার ৭৫০ জন, বুড়িচংয়ে ৭০০ জন, নাঙ্গলকোটে ১ হাজার ২০০ জন, চৌদ্দগ্রামে ৪৮৫ জন এবং ব্রাহ্মণপাড়ায় ৭৮৫ জন; নোয়াখালীর সেনবাগে ৮২৫ জন এবং সোনাইমুড়িতে ৫৫০ জন; মৌলভীবাজারের কমলগঞ্জে ৯৬০ জন; খাগড়াছড়ির খেদাছড়াতে ২৫০ জন, দীঘিনালায় ১৯৭ জন এবং রামগড়ে ৪০০ জন; রাঙামাটির বাঘাইছড়িতে ৬৯২ জন এবং বরকলে ৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়া এবং নোয়াখালীর বেগমগঞ্জে ৫০০ প্যাকেট প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণসামগ্রী পৌঁছাতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া নাজমুল নামের দেড় বছর বয়সি একজন মুমূর্ষু শিশুকে উদ্ধার করে বিজিবির হেলিকপ্টার যোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান ও চিকিৎসা শেষে তাদের পরশুরামে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লার বিবির বাজারের অরণ্যপুর নামক স্থানে গোমতী নদীর বেড়িবাঁধে ফাঁটল দেখা দিলে বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বেড়িবাঁধ মেরামত ও সংস্কার করে স্থানীয় জনসাধারণকে বন্যার কবলে থেকে রক্ষা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"