গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় সুষ্ঠু সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। নজরদারি ও তদারকি না থাকায় চুরি হয়েছে ভবনটির জানালা, দরজাসহ প্রাচীরের ইট। চিকিৎসাকেন্দ্রের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে খড়ির কেনাবেচার দোকান।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিমি দূরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অবস্থিত। ১৯৯২ সালে এই পরিবার কেন্দ্রটির একটি পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্ত নির্মাণ ত্রুটির কারণে নির্মাণের কয়েকদিনের পর থেকে সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ চুয়ে পড়ত পানি। মাঝে মধ্যে খসে পড়ত ছাদের পলেস্তারার। এরপরও সংস্কার না করায় দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে থাকে ভবনটি। দেখ ভালের অভাবে পুরো ভবনের ছাদ আগাছায় ভরে যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে এই ভবনটি ৬ বছর আগে পরিত্যক্ত করা হয়। কিন্তু সেখানে স্থানীয়ভাবে তদারকির দায়িত্বে কেউ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ইট চুরির পাশাপাশি ভবনের জানালা ও দরজা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কলোনি গ্রামের আসমা বেগম বলেন, বাড়ির কাছে এই স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকায় তারা জ্বর, সর্দি কাশির মতো ঠান্ড জনিত রোগ, বয়স সন্ধিকালীন সেবা, গর্ভকালীন যত্ন এবং মা ও শিশুদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব সেবা নিতে তাদের শহরের হাসপাতালে যেতে হচ্ছে। এত তাদের সময় ও অর্থের ব্যয় হচ্ছে।

কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বলেন, স্থানীয়দের সুবিধা ও স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। আমি একাধিকবার উপজেলা স্বাস্থ্যসেবা পরিচালনা কমিটির মিটিংয়ে এবং উপজেল পরিষদের যেসব গুরুত্বপূর্ণ সভা হয় সেখানেও এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালুর ব্যাপারে কথা বলেছি। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি।

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদ বলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৮ সাল থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে পার্শ্ববর্তী ইউনিয়ন কমপ্লেক্স ভবনের একটি কক্ষে স্বাস্থ্যসেবা চালানো হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য আবেদন প্রেরণ করিছি। নতুন ভবন হলে সেবা প্রদানে চিকিৎসা, জনবলসহ প্রয়োজনীও সুবিধা প্রদানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close