সিলেট প্রতিনিধি
সিলেটে আওয়ামী লীগ নেতা র্যাবের হাতে গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বুধবার দুপুর ১টায় বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ফখরুল আহমদ মতছিন মৃত আছকির আলীর ছেলে এবং ৭নম্বর দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সিলেটের বিশ্বনাথ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মতছিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। গত ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮) আসামি তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের ল্েয গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের ল্েয র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
"