ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
পিকেএসএফ পরিচালনা পর্ষদ সদস্য ড. তৌফিকুল ইসলাম
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ড. মো. তৌফিকুল ইসলাম মিথিলকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রদানের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সংঘবিধির অনুচ্ছেদণ্ড৬(এ), ৬(ই) এবং ৩৬ তে প্রদত্ত ক্ষমতাবলে ড. মো. তৌফিকুল ইসলামকে পরবর্তী ৩ বছরের জন্য পিকেএসএফের পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করার কথা বলা হয়েছে।
ড. মো. তৌফিকুল ইসলামের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। তার পিতা আলহাজ মো. আবদুর রহিম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষ করে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানে পাড়ি জমান। সেখানে পিএইচডি শেষ করে দেশে ফিরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবি) শিক্ষকতায় নিয়োজিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।
"