reporterঅনলাইন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

বন্যাকবলিতদের পাশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম গতকাল বুধবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মডেল মসজিদ, গাজীপুর প্রাঙ্গণে এবং ফেনী জেলার পরশুরাম উপজেলার অনন্তপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণবিতরণ কর্মসূচিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ড. এ কে এম আজাদুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আবদুর রহিম মল্লিক, নির্বাহী পরিচালক, মো. আসাফউদ্দৌলা, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং বাপবিবো ও পবিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close