রাজশাহী ব্যুরো
রামেবির ভিসি মোস্তাক হোসেনের পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পলায়নের পর সারা দেশের শুধু শিক্ষা সেক্টরই নয়, ওই সরকারের নিয়োগপ্রাপ্ত সব দপ্তরে চলছে পদত্যাগের হিড়িক। যার ধারাবাহিকতায় এবার ব্যক্তিগত কারণ দেখিয়েই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) ডা. এ জেড এম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর গত সোমবার তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন।
এর আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম পারিবারিক কারণ দেখিয়ে গত শনিবার পদত্যাগ করেন। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়েই রামেবি ভিসিও পদত্যাগ করলেন। তার পদত্যাগপত্রে এ কারণটিই ছাড়া অন্য কিছু উল্লেখ করা হয়নি। এখন মন্ত্রণালয় থেকেই এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন।
এর আগে ২০২১ সালের ২৭ মে ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি নিয়োগ দেয় সরকার। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার রাজনীতিতে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। এরপর থেকে ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে পদত্যাগ করানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি করে আসছিলেন।
মাঝেমধ্যেই তার দপ্তরে যাচ্ছিলেন।
সর্বশেষ রবিবার তার দপ্তরে গিয়ে ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে পাননি শিক্ষার্থীরা। আর এরপরই তিনি নিজের পদত্যাগপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠান।
"