পটুয়াখালী প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পটুয়াখালী সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকতাল সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। এসময় জেলার সার্বিক বিয়য়ে নিয়ে বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হ্রদয়, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, স্বপন ব্যার্নাজি, জাকির হোসেন, সাংবাদিক মুজাহিদ প্রিন্স, গোলাম রহমান প্রমুখ।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলারক্ষা, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরতে এবং মানুষ যাতে স্বাধীনভাবে আইনের আশ্রয় নিতে পারে এবং আইনি সেবায় বৈষম্য রোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, অফিসার ইনচার্জ পটুয়াখালী থানা মো. জসিম, ডিআইঅন ইমতিয়াজ আহমেদসহ পুলিশের কর্মকর্তা এবং পটুয়াখালী প্রেস ক্লাবের প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close