পটুয়াখালী প্রতিনিধি
শ্রীগুরু সংঘ
পটুয়াখালীতে ৬৪২ জনকে ফ্রি চিকিৎসা
শ্রীগুর সংঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রজকার্য্যবর শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০তম তিরোভাব উৎসব উপলক্ষে পটুয়াখালীতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৬৪২ জন চক্ষু রোগী। গতকাল রবিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশালের চিকিৎসা ব্যবস্থাপনায় পটুয়াখালীতে শ্রীগুরু সংঘের আয়োজনে উক্ত চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
শ্রীগুর সঙ্গের সভাপতি অ্যাডভোকেট কমল দত্তের সভাপতিত্বে ও শ্রীগুর সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের প্রচার সম্পাদক ভক্ত কর্মকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী গুরু সংঘের সহ-সভাপতি শংকর বণিক, সাধারণ সম্পাদক জগদীশ কর্মকার, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সিনিয়র সদস্য নিত্যানন্দ কর্মকার, চক্ষু বিশেষজ্ঞ ডা. হাছান ছালেহিন প্রমুখ।
ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, কাউন্সিলর স্নিগ্ধা গোলদার, তানিয়া আক্তার, পলি সুলতানা, সুমি, নার্স কল্পনা গাইনসহ গুরু সংঘের অন্যান্য সদস্যরা। দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬৪২ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে জানান ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান। উল্লেখিত সংখ্যক চক্ষু সেবাগ্রহণকারীর মধ্যে ১২০ জন ছানি রোগী বাছাই করা হয়েছে। ২০০ জনকে কালো চশমা দেওয়া হয়েছে। এ সময় ৪৯ হাজার টাকার ওষুধ দেওয়া হয়েছে বলেও জানান কাজী মিজানুর রহমান।
"