reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০২৪

এমআইএসটির নিহত ছাত্রের নামে অডিটোরিয়াম

গত ১৮ জুলাই কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের সাবেক ছাত্র মো. রাকিবুল হোসেন নির্মমভাবে শহীদ হন। শহীদ ছাত্রদের স্মৃতি রক্ষার্থে গতকাল রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটোরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্তমঞ্চের নামকরণ করা হয়। এ ছাড়া এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদদের পিতা-মাতাসহ নিকটাত্মীয় এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সব ডিন ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শহীদদের স্মৃতিচারণ করা হয় এবং এ বিষয়ে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close