খুলনা ব্যুরো

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দুজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সোমা (২২) নামে একজন ডেঙ্গু রোগী গত শুক্রবার ভর্তি হয়। শনিবার ভোরে তিনি মারা যান। এর আগে গত ১৪ আগস্ট একজন রোগীর মৃত্যু হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এই হাসপাতালে ৯০ জন রোগী এসেছে। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৫ জন, চিকিৎসা শেষে চলে গেছে ৭৩ জন এবং মারা গেছে ২ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close