ইবি প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

উপাচার্য অনুপস্থিত

ইবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ছিদ্দিকুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনুপস্থিতিতে সাময়িকভাবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত চিঠির আলোকে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির এক সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মতিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের আলোকে নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ডিন’স কমিটির মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে জ্যেষ্ঠ অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমানকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে। তার অনুপস্থিতিতে ক্রমানুসারে ডিন’স কমিটির পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপকরা এই দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সব বিভাগীয় সভাপতিকে নিয়ে জরুরি একাডেমিক সভা আহ্বান করে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরু করা হবে। এ ছাড়া চতুর্থ বর্ষ ও মাস্টার্সের প্রক্রিয়াধীন রেজাল্ট প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানানো হবে।

এ বিষয়ে ড. আ ব ম ছিদ্দিকুর রহমান বলেন, মন্ত্রণালয়ের চিঠির আলোকে সিনিয়র ডিন হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য না আসা পর্যন্ত চলতি জরুরি দায়িত্বগুলো আমি পালন করব। আর্থিক ও প্রশাসনিক কাজের বাইরে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে বিভাগীয় সভাপতিদের চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের রেজাল্টসহ যেসব পেন্ডিং কাজ রয়েছে সেগুলো সমাধান করা হবে। আর মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব জারি করা চিঠিতে যেন একাডেমিক শব্দটি জুড়ে দেওয়া হয়। যদি না দেয় তবে আগামী সপ্তাহ থেকে সশরীরে ক্লাস চালুর করার চেষ্টা করব। এই সময়ে আমি সবার একান্ত সহযোগিতা কামনা করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close