প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়কে ঝরল ৪ প্রাণ
পটুয়াখালীর দুমকির পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া -খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় সিজান শেখ (১৬) নামের এক মাহেন্দ্র যাত্রী ও ময়মনসিংহ- বাস চাপায় মুঞ্জুয়ারা বেগম (৭৬) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকির পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত ও বাকি ৪ জন আহত ঘটেছে। নিহতরা হলেন ইমন (১৬) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে অপরজন একই গ্রামের মারুফ (১৯) মো. জাহাঙ্গীরের ছেলে। গত শুক্রবার বিকেল সাড়ে ৬টার উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুল হান্নান মৃতের তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া -খুলনা মহাসড়কে বাংলাদেশ হ্যাচারির সামনে বাসের ধাক্কায় সিজান শেখ (১৬) নামের এক মাহেন্দ্র যাত্রী মারা গেছেন। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান শেখ (১৬) উপজেলার উজানচর ইউনিয়নের জানুকি রায়েরপাড়ার বাসিন্দা।
আহলাদি পুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-শেরপুর সড়কের উপজেলার ইমাদপুর নামকস্থানে বাস চাপায় মুঞ্জুয়ারা বেগম (৭৬) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। সে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার অবয়পুর গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী। শুক্রবার রাত ৮টার দিকে রাস্তা পারাপারের সময় বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
"