reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০২৪

চট্টগ্রামে সেনা ক্যাম্পে যোগাযোগের মোবাইল নম্বর

৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচার করা মোবাইল নম্বরগুলোর মধ্যে শুধু চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। উক্ত এলাকাগুলোর জনসাধারণকে নিম্নে প্রদান করা নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

চট্টগ্রাম জেলা-

হাটহাজারী, রাউজান, ০১৭৬৯-২৪৩৪১২, রাঙ্গুনিয়া, ০১৭৬৯-২৬৩৬৫৮, মিরসরাই, সীতাকুণ্ড, ০১৭৬৯-২৪২১৫০, আনোয়ারা, ০১৭৬৯-২৪২৮৩০, ০১৭৬৯-২৪৪২১৪, কর্ণফুলী, ০১৭৬৯-২৪৩২৫৮, ০১৭৬৯-২৪৪২১৪

বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাঁও, আকবরশাহ, ০১৭৬৯-২৪৫২৪৩, ইপিজেড, খুলসী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গা ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯, ০১৭৬৯-২৪২১৭৩, কোতোয়ালি, নিউমার্কেট, ডাবলমুরিং ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ০১৭৬৯-২৪২৬১৯। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close