রংপুর ব্যুরো

  ১৩ আগস্ট, ২০২৪

যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও ছাত্র-জনতা

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীকে যানজটমুক্ত করতে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অনেক স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা কাজ করছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেলে রংপুর নগরীর যাস কোম্পানি মোড়, শাপলা চত্বর, মডার্ন মোড়, মেডিকেল মোড়, সাত মাথা পার্কের মোড়সহ প্রতিটি মোড়েই ট্রাফিক ও শিক্ষার্থীরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। যাতে করে দুর্বৃত্তরা নগরীতে কোথাও যেন ভাঙচুর, হামলা, হাঙ্গামা ও লুটপাট না করতে পারে। নগরবাসীর শান্তি-শৃঙ্খলা ফিরাতে মাঠে নেমেছেন ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সহযোগিতার হাত বাড়িয়েছেন। যাতে করে নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা সঠিকভাবে দিতে পারে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশ কখনো অন্যায়কারীকে ক্ষমা করবে না। নগরীতে লুটপাট হামলা করবে তাদের আইনের আওতায় আনা হবে। নগরী শান্তি ফিরিয়ে আনতে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।

শিক্ষার্থীরা বলেছেন, দেশের এই ক্রান্তিকালে আমরা শিক্ষার্থীরা রংপুরকে ভালোবেসে আমরা কাজে নেমেছি। আর আমাদের এই কাজটাকে নগরবাসী সদানন্দে গ্রহণ করেছে। অনেকে আমাদের সন্তান ভেবে আমাদের সকাল এবং দুপুরের খাবার তারা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছেন এমনকি অনেকে ছাতা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবি আদায়ের পর রংপুর নগরীতে এখন সাধারণ শিক্ষার্থীরা নিজের নগরীর প্রতি সবার মমতা থেকে বিবেকে দরজা খুলে দিয়ে, শিক্ষার্থীরা এখন যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। এই কোমলমতি ছাত্রছাত্রীদের নগরীর প্রতি ভালোবাসা দেখে, নগরীর অনেকেই তাদের বিত্তবান স্বেচ্ছাসেবী সংগঠন গুলো তাদের নাশতা ও দুপুরের খাবার এবং ছাতা দিয়ে যাচ্ছে নিজ উদ্যোগে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করে দ্বিতীয়বারের মতোই বাংলাদেশ আবারও স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভূমিকা রাখবে। কোনো দুষ্কৃতকারী হামলা-লুটপাট করতে না পারে এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

পুলিশ বাহিনী আবারও মাঠে নেমেছে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, শিক্ষার্থীরা রোদে পুড়ে অনেক কষ্ট করে নাগরিক সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আজ থেকে প্রশাসন মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য।

নগরীর সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে প্রশাসন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close