প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়ক পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা
দেশের বিভিন্ন এলাকায় ব্যস্ততম সড়ক, সড়কের পাশে জমে থাকা ময়লা এবং ড্রেনের ময়লা পরিষ্কারের কাজ করছেন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। এ কাজের পাশাপাশি বিভিন্ন সড়ক ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও সাহায্য করছে তারা। শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সড়ক ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাহায্য করছে শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা। তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ খুশি আর সড়কে ফিরেছে শৃঙ্খলা।
জানা গেছে, চার দিন ধরে উপজেলার সান্তাহার পৌর শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানা সামগ্রী নিয়ে সড়ক, স্বাধীনতা স্মৃতিস্তম্ভসহ শহরের নানা সড়কে দীর্ঘক্ষণ ধরে সড়ক পরিষ্কার করছে আর ট্রাফিক ব্যবস্থায় সাহায্য করছে। এখানে রোভার স্কাউটের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রোভার স্কাউটের সদস্যদের মাঝে আছে আহসান হাবিব তুহিন, রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন, নাইম সিকদার, নিলন, ইমাম, রোকেয়া, জাকিয়া, নাফিজা, প্রেমা প্রমুখ।
উপজেলার পৌর শহর সান্তাহারে জিরো পয়েন্ট নামে রেলগেটে সারা বছর যানজট লেগে থাকে। সেই গুরুত্বপূর্ণ ও যানজটপূর্ণ স্থান এখন শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করায় এখানে কোনো যানজট নেই।
এ বিষয়ে রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন জানান, সান্তাহারে ট্রাফিক পুলিশ না থাকায় এমনটি হয়েছিল। আমরা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় আমরা মুগ্ধ হয়েছি। স্বেচ্ছায় দায়িত্ব পালনের সময় গতকাল শনিবার দুপুরে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান টিকন তাদের ব্যক্তিগত উদ্যোগে পানি, বিস্কুট, কলাসহ বিভিন্ন রকমের খাবার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রামে রাস্তায় জমে থাকা ময়লা এবং দুই পাশের ড্রেন পরিষ্কার করেন শিক্ষার্থীরা। বেশ কিছুদিন ধরে ময়লার স্তূপ সড়কের পাশে পড়ে থাকায় প্রচণ্ড দুর্গন্ধে পথচারীরা নাক-মুখে কাপড় দিয়ে চেপে চলাফেরা করত। বাজারের যত ময়লা রাস্তার পাশে ফেলার ফলে সড়কের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি নামলেই তলিয়ে যায় রাস্তা। এতে হাঁটু পানিতে ভরে যাওয়ায় পথচারী এবং যানবাহনগুলোর চলাচলে বিঘ্ন ঘটত। ফুটপাতের রাস্তায় এমন অব্যবস্থাপনায় মাঠে নামে শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়ে পরিষ্কার করার সরঞ্জাম নিয়ে রাস্তার আবর্জনা-পরিষ্কারের জন্য পরিচ্ছন্নতা অভিযান চালায়।
সোমবার সকালে উপজেলার মালীগ্রামে মাহি উদ্দিন খালাসি, নোমান মোল্লা, রিফাত খালাসী, রানা, জাহিদুলসহ বেশকিছু শিক্ষার্থী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের এসব কাজে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীরা অভিমত ব্যক্ত করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ কাজ করে যাবে। দেশের উন্নয়নে যেকোনো কল্যাণমূলক কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে গত কয়েক দিনে বৈষম্য শিক্ষার্থীদের আন্দোলনে শহরের বিভিন্ন জায়গায় ও রাস্তায় ময়লা-আবর্জনার সৃষ্টি হওয়াতে সোমবার সারা দিন শহরের বিভিন্ন জায়গায় বাজার ও সড়ক মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা যায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সিয়াম, সজিব, রিফাত, নাঈমসহ সাধারণ শিক্ষার্থীকে। এ সময় তারা বলেন, আমাদের গোয়ালন্দ পৌর শহর ও গোয়ালন্দ উপজের বিভিন্ন জায়গায় আমাদের বৈষম্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও গোয়ালন্দ উপজেলা বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণসহ দৌলতদিয়া লঞ্চঘাট-ফেরিঘাট যেসব জায়গায় অনিয়ম-চাঁদাবাজি-দখলবাজি থাকলে তা আমরা প্রতিহত করব এটাই আমাদের সর্বপ্রথম কাজ।
"