reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২৪

ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ জনকে উদ্ধার

পৃথক অভিযানে ভাসানচরে বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া বোট হতে ১৭ জনকে জীবিত এবং ৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুষ্কৃতিকারীদের কবল থেকে একটি ওয়েল ট্যাংকার ও দখল হওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি কাঠের বোট ভাসানচর থানাধীন ছেঁড়া খাল নামক এলাকায় বৈরী আবহাওয়ার কারণে ২৩ জন যাত্রী ও ২০ টন খাদ্য সামগ্রীসহ ডুবে যায়। অপরদিকে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে দুষ্কৃতিকারী কর্তৃক গৃহচ্ছেদ করা হয়েছে মর্মে অভিযোগের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কচুবনিয়া আশ্রয়ণ প্রকল্পে আভিযান পরিচালনা করা হয় এবং দখলকৃত ঘরগুলো পুনরুদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে দখলকৃত আশ্রয়ণ প্রকল্প পুনরায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিকট হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close