নাঈমা সুলতানা স্মরণে মাইলস্টোনে শোকসভা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী নাঈমা সুলতানা। তার স্মরণে আগামীকাল রবিবার শোকসভা করবে রাজধানীর উত্তরার গরীব-ই-নওয়াজ অ্যাভিনিউয়ে অবস্থিত মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাস এবং উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে শোক সভাটি অনুষ্ঠিত হবে।
নাঈমা সুলতানার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা এই শোক সভায় তার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার, নাঈমা সুলতানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে মাইলস্টোন কলেজ। কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করা সব শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়। অবিস্মরণীয় এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ ও আহত হয়েছেন মাইলস্টোন কলেজের বহু শিক্ষার্থী যাদের প্রত্যেকের প্রতি জ্ঞাপন করেন আন্তরিক সমবেদনা। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাইলস্টোন কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাঈমা সুলতানা। সংবাদ বিজ্ঞপ্তি।
"