দিনাজপুর প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০২৪

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভিসি, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান ভাইস চ্যান্সেলরের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাইফুর রহমান। একই সঙ্গে রেজিস্ট্রার বরাবর শুক্রবার দুপুরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ ও ছাত্র উপদেষ্টা মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন পদে থাকা আরো কয়েকজন শিক্ষক পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন।

এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে ওই দিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান। কিন্তু তিনি সে সময় বাসভবনে ছিলেন না। সন্ধ্যার কিছু আগে শিক্ষক-শিক্ষার্থীরা জানতে পারেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদারের বাসভবনে আছেন ভিসি। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে চান কিন্তু তিনি তাতে রাজি হননি। পরে একপর্যায়ে কথা বলেন উপস্থিত শিক্ষকদের সঙ্গে। ভিসি এম কামরুজ্জামান বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার কথা জানান তাদের। পরে রাত ১০টায় তিনি চলে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ভেটেরিনারি গেটে আটক করে। এসময় শিক্ষার্থীরা তার গাড়ি ভাঙচুর করে। পরে রাত দেড়টার দিকে প্রশাসনের সহায়তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাইফুর রহমান বলেন, ‘আজ (গতকাল) সকালে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা তার কাছে পদত্যাগপত্র দেন।’

এর আগে, ২০২১ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে সপ্তম ভাইস চ্যান্সেলর হিসেবে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি। হিসেব অনুযায়ী নির্ধারিত সময়ের প্রায় ১১ মাস আগেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। হাবিপ্রবিতে যোগদানের আগে প্রফেসর ড. এম কামরুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close