রংপুর প্রতিনিধি
পদত্যাগ করেছেন বেরোবির উপাচার্য
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাষ্ট্রপতির সচিবের কাছে উপাচার্য তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। ব্যক্তিগত ও পারিবারিক কারণে উপাচার্যের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন। এর আগে সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
ওই দিন উপাচার্যের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন হাসিবুর রশীদ।
২০২১ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন হাসিবুর রশীদ। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি।
"