শ্রীমঙ্গল প্রতিনিধি
দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী
- শ্রীমঙ্গলে মেজর মেজবা
জনগণের জানমাল রক্ষা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করবে। সেনাবাহিনী পক্ষে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করে দুষ্কৃতকারীদের মোকাবিলার আহ্বান জানানো হয়ছে।
গত বুধবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর মেজবা এসব কথা বলেন।
এ সময় মতবিনিময় সভায় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, বিশিষ্ট চিকিৎসক সত্যকাম চক্রবর্তী, বিএনপি নেতা ইয়াকুব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেজর মেজবা বলেন, কয়েক সপ্তাহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। ক্ষমতা চিরস্থায়ী নয়। এ সময় দেশের অনেক থানায় আক্রমণ হয়েছে। পুলিশের ওপর মানুষের ক্ষোভ দেখা গেছে। এসব ঘটনায় শ্রীমঙ্গল থানা আক্রান্ত হলেও পুলিশ চলে গেলেও এদিকে কেউ খুন হয়নি, পুলিশের সব অস্ত্র, গোলাবারুদ অক্ষত আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে, থানাগুলো সচল করতে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
মেজর মেজবা বলেন, মন্দির-মসজিদ, কেপিআই, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনীর টহল পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্লাবের সভাপতি বিশ্বজুতি চৌধুরী, বিএনপি নেতা ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম সহ শ্রীমঙ্গল প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
"