প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়কে ঝরল ৩ প্রাণ
ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও একটি জ্বালানি তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বরগুনার পাথরঘাটা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ঠাকুরগাঁও : সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন আরো আটজন মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ডস্টোরেজের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জ্বালানি তেলবাহী ট্রাকের চালক মো. শাহাদাত হোসেন (৪৫)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা। এ ছাড়া শ্যামলী নৈশ কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ (৩০)। তিনি সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এন্টারপ্রাইজ একটি জ্বালানি তেলবাহী ট্রাক ও একটি মাদরাসার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালক মো. শাহাদাত হোসেন ও শ্যামলী গাড়ির যাত্রী মোহাম্মদ সানাউল্লাহকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চালক মো. শাহাদাত হোসেন মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রকিবুল আলম (চয়ন) বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এঘটনায় আরো আহত হয়েছেন অনেকে। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে ও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেরার করা হয়েছে।
পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই গাড়ির সুপার ভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে শতকর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহতদের মঠবাড়িয়া হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় নিহত আলিফ গাড়ির সুপারভাইজার আবুল বাসার (৫৫)।
ভূমি সহকারী (নির্বাহী) কর্মকর্তা, এমাদুল হোসেন বলেন, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আলিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা গ্রামীণ পরিবহনের একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
"